You are currently viewing শেখ রাসেল দিবস-২০২৩,

শেখ রাসেল দিবস-২০২৩,

‘‘শেখ রাসেল, দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন এবং ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষ্যে গত ১৮ অক্টোবর ২০২৩খ্রি. নওগাঁ’র বে-সরকারী উন্নয়ন সংস্থা মৌসুমী ও নওগাঁ’র অনন্য বিদ্যাপীঠ মৌসুমী বিদ্যানিকেতন বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’। তাকে স্বরণে এ আয়োজনে ছিলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও আলোচনা সভা।

দিনব্যাপী কার্যক্রমের সূচনা হয় মৌসুমী বিদ্যানিকেতন ক্যাম্পাসে শেখ রাসেল এর অস্থায়ী বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যে দিয়ে। এরপর সেখানে সকল শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগীতা। মৌসুমী প্রধান কার্যালয়, উকিলপাড়া, নওগাঁয় মৌসুমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় শেখ রাসেল স্বরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান। এসময় ম্যানেজার (মনিটরিং) জনাব মো. সোহেল রানা’র সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মৌসুমী সংস্থার সম্মানিত উপ-নির্বাহী পরিচালক জনাব মো. এরফান আলী। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি শেখ রাসেল এর জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। বাংলাদেশ সরকারের সাথে উন্নয়নের অংশীদার হিসেবে সংস্থা কাজ করে যাচ্ছে এবং এ ধারা অব্যাহত থাকবে মর্মে অভিমত ব্যক্ত করেন এবং সংস্থা কর্তৃক বিভিন্ন পর্যায়ের জাতীয় দিবস সমূহ যথাযোগ্য মর্যাদায় পালনের ধারা অব্যাহত থাকবে বলে জানান। এছাড়াও মৌসুমী বিদ্যানিকেতন এর সম্মানিত প্রধান শিক্ষক জনাব মো. আতিকুর রহমান আতিক অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে শেখ রাসেল এর জীবনী থেকে সংক্ষিপ্ত আলোচনা সহ ছোট্ট সোনামনিদের অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের খেয়াল রাখার বিষয়ে পরামর্শ প্রদান করে অনুষ্ঠানের সমাপনি ঘোষনা করেন।

Leave a Reply