গত ০১ অক্টোবর ২০২৩ খ্রি. হতে ০২ অক্টোবর ২০২৩খ্রি. ০২দিন ব্যাপী নওগাঁর বে-সরকারী উন্নয়ন সংস্থা মৌসুমী ঋণ কর্মসূচির অর্থায়নে নওগাঁ জেলার রাণীনগর ও আত্রাই উপজেলার বিভিন্ন বন্যা দূর্গত এলাকায় সংস্থার ভবানীপুর ও বেতগাড়ী শাখার আওতায় ৪৬৩ টি পরিবারে ত্রাণ সামগ্রি বিতরণ করেছে। এছাড়াও সংস্থার উদ্যোগে বন্যাদূর্গতদের স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে সম্পূর্ণ বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা সহ বিভিন্ন প্রয়োজনীয় ঔষধপত্র বিতরণ করেছে। সংস্থার প্রধান নির্বাহী জনাব মো. হোসেন শহীদ ইকবাল রানা ও পরিচালক (কার্যক্রম) জনাব মো. এরফান আলী’র মানবিক পরিকল্পনায় এ ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়। অদ্য ০২ অক্টোবর/২৩খ্রি. সংস্থার পরিচালক (কার্যক্রম) জনাব মো. এরফান আলী’র নেতৃত্বে বেতগাড়ী শাখার আওতায় বিভিন্ন বন্যা দুর্গত অঞ্চলে নৌকা যোগে দিন ব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প ও প্রয়োজনীয় ঔষধপত্র প্রদান সহ ২২৩টি পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংস্থার ঋণ কর্মসূচি রাণীনগর জোনের জোনাল ম্যানেজার জনাব মো. মিনহাজুল ইসলাম, ম্যানেজার (মনিটরিং) জনাব সোহেল রানা, মৎস্য কর্মকর্তা জনাব মো. শাহরিয়ার রিণ্টু, রাণীনগর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মো. আল মামুন, বেতগারী শাখার শাখা ব্যবস্থাপক জনাব মো. মিলন হোসেন ও বেতগাড়ী শাখার অফিসারগন। এছাড়াও স্বাস্থ্যসেবা ক্যাম্প এ অংশগ্রহণ করেন স্বাস্থ্য কর্মকর্তা জনাব মো. গোলাম মোস্তফা ও নন্দিতা রানী।
গত ২৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. বৃহস্পতিবার দুপুরে নতুন করে আত্রাইয়ে নদের পানি উপজেলার বলরামচক এলাকায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এর আগে গত বুধবার আত্রাই নদের নন্দনালী ও জগদাস এলাকায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। মূলত গত কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে আত্রাই নদের পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উপচে পড়ে পানি জনবসতি এলাকায় প্রবেশ করে নদের তীরের প্রায় ২০ গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আত্রাই উপজেলার জগদাশ ও শিকারপুর এলাকার দুই স্থানে এবং উপজেলার বিভিন্ন স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে নতুন করে বাঁধের অপর দিকে বন্যা হয়। আজ ০১ অক্টোবর ২০২৩ খ্রি. বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টির পর দুই দিন ধরে তেমন বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে নওগাঁর আত্রাই নদ ও ছোট যমুনার পানি।