You are currently viewing যথাযোগ্য মর্যাদায় পালিত হলো রক্ত ঝরা শোকের দিন ‘‘জাতীয় শোক দিবস-২০২৩’’

যথাযোগ্য মর্যাদায় পালিত হলো রক্ত ঝরা শোকের দিন ‘‘জাতীয় শোক দিবস-২০২৩’’

আজ ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও ‘‘জাতীয় শোক দিবস-২০২৩’’। দিনটি বাঙালি জাতির জন্য গভীর শোক ও বেদনার। একই সঙ্গে জাতির জনককে হত্যার কলঙ্কিত নজির স্থাপনের দিনও।

দেশের স্বনামধন্য বে-সরকারী উন্নয়ন সংস্থা মৌসুমী, উকিলপাড়া, নওগাঁ যথাযোগ্য মর্যাদায় নানা রকম কর্মসূচির মধ্যদিয়ে আজকের রক্ত ঝরা শোকের দিন ‘‘জাতীয় শোক দিবস-২০২৩’’ পালন করে। দিনের শুরুতে মহান নেতার রূহের মাগফিরাত কামনায় সংস্থার প্রধান কার্যালয়স্থ মৌসুমী মিলনায়তনে মৌসুমী বিদ্যানিকেতন এর সকল পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ সংস্থার প্রধান কার্যালয়ের সকল উন্নয়ন কর্মীর উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও বঙ্গবন্ধু স্বরনে ‘‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’’ শিরোনামে মৌসুমী বিদ্যানিকেতনের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, বঙ্গবন্ধু স্বরনে কবিতা আবৃত্তি প্রতিযোগীতার আয়োজন করা হয়। এরপর বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ ও আলোচনা সভায় সংস্থার পরিচালক (কার্যক্রম) জনাব মো. এরফান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার প্রধান নির্বাহী জনাব মো. হোসেন শহীদ ইকবাল (রানা)। আলোচনা সভায় বিশেষ অতিথীর বক্তব্যে মৌসুমী বিদ্যানিকেতন এর অধ্যক্ষ জনাব মো.আতিকুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এরপর সংস্থার প্রধান নির্বাহী সভাপতির বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ মেনে চলার পরামর্শ দেন।

মহান নেতার ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সংস্থার পরিচালক (কার্যক্রম) জনাব মো. এরফান আলীর নির্দেশে মৌসুমী কর্তৃক পরিচালনাধীন সকল শাখা পর্যায়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন সহ বঙ্গবন্ধু স্বরণে পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন করার নির্দেশনা দিয়েছেন।

Leave a Reply