ক্ষুদ্রঋণ খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) গত 27.02.2024 খ্রি. তারিখে নওগাঁয় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী’র গ্রাহকদের সাথে একটি গণশুনানি’র আয়োজন করে। উক্ত গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন জনাব মুহাম্মদ মাজেদুল হক, নির্বাহী পরিচালক, এমআরএ; বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন জনাব মোঃ নূরে আলম মেহেদী এবং জনাব মুহাম্মদ শহিদুল ইসলাম, পরিচালক, এমআরএ; সভাপতিত্ব করেন জনাব মো. হোসেন শহীদ ইকবাল, নির্বাহী পরিচালক, মৌসুমী। এমআরএ এর উপপরিচালক জনাব মুহাম্মদ মিজানুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ রোমান খান, সিনিয়র সহকারী পরিচালক, এমআরএ; জনাব মো. এরফান আলী, উপনির্বাহী পরিচালক, মৌসুমী এবং মৌসুমী’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। গণশুনানিতে মৌসুমী হতে বিভিন্ন খাতে ঋণ গ্রহণকারী 40 জন গ্রাহক অংশগ্রহণ করেন। উক্ত গণশুনানিতে ক্ষুদ্রঋণ গ্রহণের মাধ্যমে গ্রাহকগণ কীভাবে তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করেছেন তা বর্ণনা করেন। গ্রাহকদের জন্য এমআরএ কর্তৃক চালুকৃত হটলাইন নম্বর প্রবর্তনের উদ্যোগ গ্রহণের জন্য তারা এমআরএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। গ্রাহকগণ বলেন, তারা তাদের প্রকৃত চাহিদা অনুযায়ী সংস্থা হতে ঋণ পান না। এ প্রসঙ্গে মৌসুমী’র কর্মকর্তাগণ বলেন বর্তমানে গ্রাহকদের অন্যান্য সংস্থা হতে ঋণ গ্রহণের সঠিক চিত্র অনুধাবন করা যায়না ফলে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করা সম্ভব হয়না। তবে সংস্থা এমআরএ কর্তৃক বাস্তবায়নাধীন সিআইবিতে অন্তর্ভুক্ত হলে এই সমস্যার অবসান হবে। গ্রাহকগণ আরো বলেন, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কল্যাণে সামাজিক সেবা খাতে ব্যয় বৃদ্ধি করার মাধ্যমে উন্নত জাতের গরু/ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান, সমিতির সদস্যদের মাঝে উন্নত জাতের সবজি বীজ সরবরাহ সহ আরো বেশি জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করেন। তারা অথরিটির আইন এবং বিধি আরো বেশি গ্রাহকবান্ধব করার প্রস্তাবও করেন। গ্রাহকগণ নারী উদ্যোক্তাদের জন্য 6% হারে ঋণ প্রদান, বিভিন্ন প্রকল্পের আওতায় প্রদানকৃত 9.8% হারে যে ঋণ প্রদান করা হয়েছে তা অব্যাহত রাখার প্রস্তাব উত্থাপন করেন।
নওগাাঁয় অনুষ্ঠিত হলো ক্ষুদ্রঋণ গ্রাহকদের অংশগ্রহণে গণশুনানি
- Post author:mousumingo001
- Post last modified:February 27, 2024
- Post comments:0 Comments