Posted time October 26, 2023 Location Bogura, Chapainawabganj, Joypurhat, Naogaon, Nator, Rajshahi Job type Full-time

Vacancy: নির্ধারিত নয়

Job Context

মৌসুমী (এমআরএ সনদ নং: 00563-00229-00240) দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে তিন দশকের বেশি সময় ধরে সুনামের সাথে বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উল্লিখিত পদে জনবল নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা হচ্ছে।

Job Responsibilities

  • নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করা, এলাকা জরিপ করা ও সদস্য নির্বাচন করা।
  • নির্দিষ্ট সংখ্যক সদস্য দিয়ে সমিতি গঠন করা ও সমিতি পরিচালনার কমিটি তৈরি করা এবং সাপ্তাহিক মিটিং এর সময় নির্ধারণ করা।
  • সঠিক সময়ে সমিতিতে উপস্থিত হওয়া, সদস্যদের দলগত উপস্থিতি নিশ্চিত করা এবং নীতিমালা অনুযায়ী সমিতি পরিচালনা করা।
  • সমিতিতে বিভিন্ন সেবামূলক বা সময়োপযোগী তথ্য নিয়ে মিটিংএ আলোচনা করা।
  • ঋণ আবেদন/প্রস্তাব ফরম পূরণ করে কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া।
  • সঠিকভাবে রেজুলেশন লেখা এবং আদায়কৃত সঞ্চয় ও কিস্তির টাকা পাস বইয়ে এবং টপ সিটে/ভাউচারে লিপিবদ্ধ করা।
  • হিসাব সংক্রান্ত কাজে স্বচ্ছতা বজায় রাখা। আদায়কৃত অর্থ/হিসাবে কোন গড়মিল হলে তা সাপ্তাহিক রেজুলেশন খাতায় লিপিবদ্ধ করা এবং অফিসকে জানানো।
  • সমিতি পর্যায়ে কোন সমস্যার সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে তা শাখা ব্যবস্থাপককে জানানো।
  • প্রতিদিনের লক্ষ্যমাত্রা অনুযায়ী সদস্য ভর্তি, ঋণ বিতরণ, সঞ্চয় আদায় এবং বকেয়া আদায় নিশ্চিত করা।
  • প্রতিটি সমিতি আদায় অন্তে আদায়কৃত অর্থ শাখার হিসাব বিভাগে জমা নিশ্চিত করা।
  • নতুন নতুন ঋণের প্রকল্প খুঁজে বের করা এবং তাদের ডাটা বেইজ তৈরী করা।

Employment Status :  Full-time

Educational Requirements : ন্যূনতম এইচএসসি পাস তবে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

Experience Requirements : সমজাতীয় ঋণদানকারী প্রতিষ্ঠানে অনুরূপ পদে নূন্যতম ০২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

Job Location : নওগাঁ, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট জেলা।

Salary : ২৫২৫০-৩১১৪০/- (এছাড়াও বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বৈশাখী ভাতা ও বছরে দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে)।

Job Source : প্রথম আলো পত্রিকা, তারিখ ২৫ অক্টোবর ২০২৩খ্রি.

Hard Copy

আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি, ২ কপি সদ্য তোলা রঙ্গিন ছবি, দুইজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী ০৭/১১/২০২৩ খ্রি. এর মধ্যে প্রধান নির্বাহী, মৌসুমী, উকিলপাড়া, নওগাঁ সদর, নওগাঁ।  এই ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি প্রেরণ করতে হবে।

ই-মেইলেও আবেদন পাঠাতে পারেন, ই-মেইল: mousumi.ngo1986@gmail.com ।  শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হবে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আরো তথ্য জানতে ভিজিট করুন: www.mousumibd.org

This job is Expired